নওগাঁর বদলগাছীতে কলেজছাত্রীকে অপহরণের দায়ে ছেলে ও বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন-মহাদেবপুর উপজেলার ২৫ বছর বয়সী আব্দুস সোবাহান ওরফে টিকটক সোবাহান এবং তার বাবা ৫৫ বছর বয়সী আব্দুস সামাদ ওরফে বাবু।
শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, ‘বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বদলগাছীর পয়নারী মোড় থেকে আব্দুস সোবাহান ওরফে টিকটক সোবাহানসহ কয়েকজন মিলে একটি সাদা মাইক্রেবাসে করে জোরপূর্বক ওই কলেজছাত্রীকে অপরহণ করে নিয়ে যান।
‘অনেক খোঁজাখুঁজির পর তার কোনো সন্ধান না পেয়ে ছাত্রীর বাবা শুক্রবার সন্ধ্যায় বদলগাছী থানায় ৭ জনকে আসামি করে একটি অপহরণ মামলা করেন। মামলার প্রেক্ষিতে থানা পুলিশ ভুক্তোভোগী ও আসামিদের অবস্থান নিশ্চিত করে শনিবার ভোরে ঢাকার সাভার থানার কাতলা নামক স্থান থেকে কলেজছাত্রীকে উদ্ধার করে।’
এসময় দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা ।
ভুক্তোভোগীর বাবা বলেন, ‘আমার মেয়ে স্থানীয় একটি কলেজে দ্বাদশ শ্রেণির ছাত্রী। কলেজে যাতায়াতের সময় আব্দুস সোবাহান আমার মেয়েকে উত্যক্ত করত; প্রেম ও বিয়ের প্রস্তাব দিত। আমার মেয়ে তা প্রত্যাখ্যান করলে সে ও তার সঙ্গীরা মিলে আমার মেয়েকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়।’
ওসি আতিয়ার রহমান জানান, মেয়ের পিতা বাদী হয়ে মামলা করলে অপহরণের দায়ে ছেলে ও বাবাকে গ্রেপ্তার করে শনিবার বিকেলে আসামিদের আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।