পুলিশ জানায়, জেলা ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী উপজেলার পশ্চিম লংগরপাড়া এলাকার মাসুদ রানার বাড়িতে অভিযান চালায়। এ সময় ১ হাজার ৫টি ইয়াবা বড়িসহ তাকে গ্রেপ্তার করা হয়।
শেরপুরের শ্রীবরদীতে ১ হাজার ৫টি ইয়াবা বড়িসহ ৩১ বছর বয়সী মো. মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
জেলা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত মাসুদ পশ্চিম লংগরপাড়া এলাকার বাসিন্দা।
উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের পশ্চিম লংগরপাড়া এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। একইদিন দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, জেলা ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী উপজেলার পশ্চিম লংগরপাড়া এলাকার মাসুদ রানার বাড়িতে অভিযান চালায়। এ সময় ১ হাজার ৫টি ইয়াবা বড়িসহ তাকে গ্রেপ্তার করা হয়।