আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে পুলিশ কোনো ধরনের চ্যালেঞ্জ দেখছে না বলে মন্তব্য করেছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের যেকোনো নির্দেশনা পালনে পুলিশ প্রস্তুত রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
সিলেটে শুক্রবার হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেন পুলিশপ্রধান। পরে মাজার মসজিদে জুমার নামাজ আদায় করে নিজের মা-বাবার কবর জিয়ারত করেন তিনি।
এরপর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আলাদা কোনো চ্যালেঞ্জ দেখছে না পুলিশ, তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতি রয়েছে।
তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা নির্বাচন করে আসছি। নির্বাচন আয়োজনের জন্য পর্যাপ্ত অভিজ্ঞতা ও প্রশিক্ষণ পুলিশের আছে। নির্বাচনের সময় আমরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করে থাকি। নির্বাচন কমিশন আমাদের যে নির্দেশনা দেবে, সে অনুযায়ী কাজ করব।’
সিটি নির্বাচনের পূর্ব মূহূর্তে তিন দিনের সফরে বৃহস্পতিবার রাতে সিলেট যান আইজিপি। শুক্র ও শনিবার সিলেট জেলা ও মহানগর পুলিশের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনে ভোটগ্রহণ হবে। খুলনা ও বরিশালে ভোট হবে ১২ জুন। আর ২১ জুন রাজশাহী ও সিলেটে ভোটগ্রহণ হবে।