বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাবার সঙ্গে গোসলে নেমে নদীতে নিখোঁজ দুই কিশোর

  • প্রতিনিধি, বরিশাল    
  • ২৬ এপ্রিল, ২০২৩ ০৮:৪৫

ফায়ার সার্ভিসের ডুবুরি বেল্লাল হোসেন জানান, মাগরিব পর্যন্ত নদীতে তল্লাশি করা হয়। কিন্তু ইয়াসিনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

বরিশালের দুই নদীতে গোসল করতে নেমে দুই কিশোর নিখোঁজের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুরে বরিশালের কীর্তনখোলা ও বিকেলে মুলাদীর নয়াভাঙ্গুলী নদীতে দুই কিশোর নিখোঁজ হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিসের ডুবুরি ও পুলিশ।

নিখোঁজ দুই কিশোর হলো বরিশাল নগরীর পাঁচ নম্বর ওয়ার্ডের পলাশপুর গুচ্ছগ্রামের বাসিন্দা বেল্লাল মোল্লার ছেলে ১১ বছর বয়সী ইয়াসিন মোল্লা ও মুলাদী উপজেলার তেরচর এলাকার বাসিন্দা আনিচুর রহমান খানের ছেলে ১২ বছর বয়সী আফি খান। আফি ঢাকা আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

ফায়ার সার্ভিসের ডুবুরি বেল্লাল হোসেন জানান, সন্তান ইয়াসিনকে নিয়ে বেল্লাল মোল্লা দুপুর দেড়টার দিকে কীর্তনখোলা নদীতে গোসল করতে যান। শিশু ইয়াসিন সাঁতরে নদীর মাঝে গিয়ে আর ফিরে আসেনি। প্রথমে তার বাবা বুঝতে পারেননি। কিছু সময় পর বুঝতে পেরে নদীতে সন্ধান করে তাকে আর পায়নি।

তিনি আরও জানান, মাগরিব পর্যন্ত নদীতে তল্লাশি করা হয়। কিন্তু ইয়াসিনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

অপরদিকে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কান্তি মন্ডল জানান, বাড়িতে বিয়ে থাকায় ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছিল আফি। বিয়ের অনুষ্ঠান শেষে মা-বাবার সঙ্গে নয়াভাঙ্গুলী নদীতে গোসল করতে যায়। নদীর তীর থেকে হেঁটে কিছুদূর যায় আফি। তখন স্রোতের টানে নিখোঁজ হয়েছে আফি। তার বাবা কাছাকাছি থাকলেও ছেলেকে রক্ষা করতে পারেননি। আফির সন্ধানে স্থানীয়ভাবে এবং বরিশাল থেকে ডুবুরি এসে তল্লাশি করছে।

এ বিভাগের আরো খবর