রাজধানীর বিভিন্ন এলাকায় তিতাসের গ্যাস পাইপলাইন লিকেজের পর গন্ধ বের হতে থাকার সমস্যার সমাধান হয়েছে। স্বাভাবিক হয়েছে গ্যাসের লাইন।
মঙ্গলবার সকালে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ মোল্লাহ্ নিউজবাংলাকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘সারা ঢাকা শহরের গ্যাসের লাইন সকাল থেকে স্বাভাবিক। লিকেজ বন্ধ হয়ে গেছে। এখন আর গ্যাসের অভারফ্লো নাই।’
রাজধানীবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন তিনি।
এ ছাড়া সকাল থেকে এ সংকট নিয়ে আর কোনো অভিযোগও আসেনি ফায়ার সার্ভিসে। কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন সকাল সাড়ে ৯টার দিকে নিউজবাংলাকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এখন আর কোনো সমস্যা নাই। আমাদের কাছে আসা অভিযোগ আমরা তিতাসের কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। তারা সেটা ঠিক করেছে। আমাদের কাছে আজকে সকাল থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি।’
সোমবার নগরীর বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধ বের হতে থথাকলে তা নিয়ে আতঙ্ক দেখা দিতে শুরু করে। রাতে এই আতঙ্ক চরমে পৌঁছায়। সংকট সমাধানে এক পর্যায়ে চুলা জ্বালানোসহ আগুন জ্বালানো বন্ধ রাখার পরামর্শ দেয় কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে রাতে জানানো হয়, রাজধানীর প্রায় সব এলাকা থেকেই ফোন এসেছে এ সমস্যা নিয়ে। আতঙ্কিত লোকজন ফায়ার সার্ভিসকে ফোন দিতে থাকে। ফায়ার সার্ভিস তাদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেছে।
সোমবার গভীর রাতে নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ‘রাজধানীর বেশির ভাগ এলাকা থেকেই আমাদের কাছে পাইপ লিকেজের বিষয়ে ফোন এসেছে। কেউ যেন অকারণে লিকেজের আশপাশে আগুন না জ্বালায় সেই বিষয়ে পরামর্শ দিয়েছি। আমরা ব্যবস্থা নিচ্ছি।’
তিতাস গ্যাস কর্তৃপক্ষের বরাত দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের ফেসবুক পেজে রাতে এক পোস্টে বলা হয়, ‘ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গন্ধ বাইরে আসছে। তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে। নগরবাসীকে আতঙ্কিত না হবার পরামর্শ।’
পোস্টে যে কোনো প্রয়োজনে তিতাস গ্যাসের হটলাইন নম্বর ১৬৪৯৬-এ ফোন করতে পরামর্শ দেয়া হয়।