পদ্মা সেতুতে বিভিন্ন অনিয়মের ঘটনায় মোটরসাইকেলের ২৩ চালককে ৭১ হাজার টাকা জরিমানা করেছে পুলিশ।
ঈদের ছুটির তৃতীয় দিন রোববার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশ এ জরিমানা করে।
মুন্সীগঞ্জের ট্রাফিক পরিদর্শক জিয়াউল হায়দার জানান, পদ্মা সেতুতে বাইক চলাচলের জন্য নির্দিষ্ট লেন করে দেয়ার পরও অনেকে তা মানছেন না। সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী নির্দিষ্ট লেনের বাইরে মোটরসাইকেল চালানোয় ২৩ জনকে জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, কিছু শর্তে গত বৃহস্পতিবার ভোর ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়। এর মধ্যে ছিল সেতুতে দাঁড়িয়ে ছবি না তোলা না এবং নির্দিষ্ট লেনের বাইরে না যাওয়া, কিন্তু চালকরা শর্ত ভঙ্গ করায় ট্রাফিক আইনে তাদের জরিমানা করা হচ্ছে।