রাজধানীর মিরপুর এলাকায় মায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করা আট বছরের শিশুটিকে তার স্বজনদের জিম্মায় দিয়েছে পুলিশ।
শুক্রবার বিকেলে ৯৯৯ নম্বরে ফোন করে মায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করে শিশুটি। সে অভিযোগের ভিত্তিতে শিশুটির মা তানজিমা মোস্তফা আরজুকে আটক করে মিরপুর মডেল থানা পুলিশ। পরে রাত ১১টার দিকে পরিবারের কয়েকজন সদস্যের উপস্থিতিতে তাদের জিম্মায় দেয়া হয় শিশুটিকে।
ওই সময় বাবা-মা সন্তানের সামনে আর ঝগড়া-বিবাদ করবেন না বলেও কথা দেন পুলিশকে।
পুলিশ জানায়, শিশুটির বাবা তাকে বলেছেন, কখনও কোনো বিপদে পড়লে ৯৯৯-এ ফোন করতে। ফোন করলে পুলিশ আসে। সে কথা অনুযায়ী সে ৯৯৯-এ ফোন করে তাকে নির্যাতনের অভিযোগ করে।
৯৯৯ থেকে শিশুটির সঙ্গে সরাসরি মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীনকে সংযুক্ত করা হয়। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই মিরপুর মডেল থানা পুলিশের একটি দল শিশুটির মা তানজিনা মোস্তফা আরজুকে আটক করে আনে।
অভিযোগকারী শিশুটি মিরপুর ৬০ ফিট এলাকার নলেজ হেভেন নামে একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির ছাত্র। সে জানায়, তার বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। আর এ কারণে তার মা শুধু তাকে মারধর করে।
শনিবার মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন নিউজবাংলাকে বলেন, ‘শিশুটির দাদা, বাবা ও স্বজনদের উপস্থিতিতে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। শিশুটির বাবা জানায়, তার স্ত্রী মানসিকভাবে অসুস্থ। তাকে চিকিৎসকের কাছে নিতে বলা হয়েছে। ওই নারীর কাউন্সেলিং করতে হবে।
‘এরপরে ছেলেটিকে ও তার মাকে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। ভবিষ্যতে শিশুটির সঙ্গে এমন আচরণ হবে না বলে কথা দিয়েছেন তার মা-বাবা।’