রাজধানীর মিরপুর এলাকায় মায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছে রাফসান হোসেন তামিম নামের এক শিশু।
শুক্রবার বিকেলে ৯৯৯ নম্বরে ফোন করে এই অভিযোগ করে তামিম। অভিযোগের ভিত্তিতে তামিমের মা তানজিমা মোস্তফা আরজুকে আটক করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
তামিমের বরাতে পুলিশ জানায়, শিশুটির বাবা তাকে বলেছেন যে কখনও কোনো বিপদে পড়লে ৯৯৯-এ ফোন করতে। ফোন করলে পুলিশ আসে। সে কথা মোতাবেকই সে ৯৯৯-এ ফোন করে তাকে নির্যাতনের অভিযোগ করে।
৯৯৯ থেকে তামিমের সঙ্গে সরাসরি মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীনকে সংযুক্ত করা হয়। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই মিরপুর মডেল থানা পুলিশের একটি দল তামিমের মা তানজিনা মোস্তফা আরজুকে আটক করে আনে।
ওসি মোহাম্মদ মহসীন নিউজবাংলাকে বলেন, ‘অভিযোগকারী তামিম মিরপুর ৬০ ফিট এলাকার নলেজ হেভেন নামে একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী। সে জানায়, তার বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। আর এ কারণে তার মা শুধু তাকে মারধর করে।’
পরবর্তী আইনানুগ ব্যবস্থার বিষয়ে জানতে চাইলে ওসি মহসিন বলেন, ‘ইতোমধ্যে শিশুটির দাদা থানায় এসেছেন। ওর বাবাকে আমরা খুঁজছি। ওর বাবা থানায় এলে কথা বলে যদি মনে করি বাসাটি তার জন্য নিরাপদ তাহলে তাকে আমরা বাসায় ছাড়ব। তার পরিবারের সবাই আসার পর আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’