বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দক্ষিণের যাত্রীরা পদ্মা সেতুমুখী, চাপ নেই গাবতলীতে

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৯ এপ্রিল, ২০২৩ ১৩:৫২

গাবতলী টার্মিনাল ঘুরে দেখা যায়, কোনো কোনো কাউন্টারের টিকিট বিক্রেতা অলস সময় পার করছেন। আবার প্রধান সড়ক ও টার্মিনালের অনেক বাসের কনডাক্টরকে দেখা যায় যাত্রী ডেকে ডেকে বাসে তুলতে।

দক্ষিণাঞ্চলের বিপুলসংখ্যক যাত্রী পদ্মা সেতু হয়ে বাড়ির পথ ধরায় ঈদকে সামনে রেখে অন্যান্য বছরের মতো এবার ঘরমুখো মানুষের চাপ দেখা যায়নি গাবতলী বাস টার্মিনালে।

বুধবার সকালে দুই-আড়াই ঘণ্টা অগ্রিম টিকিটের যাত্রীদের চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে থাকে। দুপুরে একেবারেই স্বাভাবিক ছিল যাত্রীর চাপ।

গাবতলী টার্মিনাল ঘুরে দেখা যায়, কোনো কোনো কাউন্টারের টিকিট বিক্রেতা অলস সময় পার করছেন। আবার প্রধান সড়ক ও টার্মিনালের অনেক বাসের কনডাক্টরকে দেখা যায় যাত্রী ডেকে ডেকে বাসে তুলতে।

গোপালগঞ্জ যাওয়ার জন্য গাবতলী এসেছেন মো. লিয়াকত। তিনি বলেন, ‘বাসা গাবতলীর পাশে। অগ্রিম টিকিট কাটি নাই। মাত্র আসলাম কমফোর্ট লাইনের কাউন্টারে। এসেই দুপুর সাড়ে ১২টার টিকিট কাটলাম।’

রাজধানী এক্সপ্রেসে ফরিদপুরের যাত্রী সুমন মিয়া বলেন, ‘একটু আগে এসে টিকিট কাটলাম। ঈদের কোনো চাপ দেখছি না।’

গাবতলী টার্মিনালে ১০টি পরিবহনের টিকিট বিক্রেতার সঙ্গে কথা হয় নিউজবাংলার। তারা জানান, যাত্রীর চাপ নেই। অগ্রিম টিকিটের যাত্রীর চাপ ছিল ভোর ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত। এর পর থেকে স্বাভাবিক।

গাবতলী টার্মিনালে শ্যামলী পরিবহনের টিকিট বিক্রেতা স্বপন চন্দ্র দাস বলেন, ‘গাবতলীর অবস্থা স্বাভাবিক। সকালে অগ্রিম টিকিটের যাত্রীদের চাপ ছিল।

‘দক্ষিণবঙ্গের যাত্রীদের একটু চাপ ছিল, কিন্তু উত্তরবঙ্গের যাত্রীদের তেমন একটা চাপ নেই।’

দক্ষিণবঙ্গে চলাচলকারী কমফোর্ট লাইন পরিবহনের টিকিট বিক্রেতা মো. সোহেল বলেন, ‘সকালে দুই-আড়াই ঘণ্টা যাত্রীদের চাপ ছিল কিছুটা। তাও অগ্রিম টিকিটের যাত্রীদের। এ বছর গাবতলী থেকে দক্ষিণবঙ্গের যাত্রী ওভাবে যাচ্ছে না।

‘সবাই পদ্মা সেতু হয়ে যাচ্ছে। তাই এখানে চাপ কম। তা ছাড়া নবীনগর থেকে গার্মেন্টসের যাত্রী বেশি যাচ্ছে।’

গাবতলী এলাকায় দায়িত্বরত সার্জেন্ট হুমায়ুন কবির নিউজবাংলাকে বলেন, ‘ভোর ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত চাপ ছিল। এর পর থেকে স্বাভাবিক, তবে ঈদ উপলক্ষে যে চাপ হওয়ার কথা, সে রকম চাপ নাই, তবে ধারণা করা হচ্ছে বিকেল থেকে চাপ হতে পারে।’

এ বিভাগের আরো খবর