বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জাফরুল্লাহ চৌধুরীর অবদান স্মরণ তথ্যমন্ত্রীর

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১২ এপ্রিল, ২০২৩ ০৯:১৩

শোকবার্তায় তথ্যমন্ত্রী একাত্তরে ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা, জাতীয় ওষুধ নীতি প্রণয়ন, গণস্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলে কম খরচে দরিদ্রদের চিকিৎসাসেবা নিশ্চিতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবদানের কথা স্মরণ করেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

এক শোকবার্তায় তিনি জাফরুল্লাহ চৌধুরীর আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে মঙ্গলবার রাতে মৃত্যু হয় প্রান্তিক মানুষের স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠায় আজীবন লড়াই করা জাফরুল্লাহ চৌধুরী, যার বয়স হয়েছিল ৮১ বছর। নিজের গড়া প্রতিষ্ঠানটিতে লাইফ সাপোর্টে ছিলেন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা, জাতীয় ওষুধ নীতি প্রণয়নে জোর ভূমিকা রাখার মতো অনেক উদ্যোগে যুক্ত এ চিকিৎসক।

শোকবার্তায় ইউরোপ সফররত তথ্যমন্ত্রী একাত্তরে ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা, জাতীয় ওষুধ নীতি প্রণয়ন, গণস্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলে কম খরচে দরিদ্রদের চিকিৎসাসেবা নিশ্চিতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবদানের কথা স্মরণ করেন।

এ বিভাগের আরো খবর