বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযান, গোলাগুলিতে আরসা কমান্ডার নিহত

  • প্রতিনিধি, কক্সবাজার   
  • ১১ এপ্রিল, ২০২৩ ১৬:৪৭

এপিবিনের ভাষ্য ,মঙ্গলবার ১৯ নং ক্যাম্পে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করা হয়। অবস্থান টের পেয়ে এপিবিএনকে লক্ষ্য করে গুলি চালায় আরসার সদস্যরা। আত্মরক্ষার্থে এপিবিএনও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে কমান্ডার লালাইয়ার মরদেহ উদ্ধার করা হয়।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে গোলাগুলিতে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার আব্দুল মজিদ ওরফে লালাইয়া নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল চারটার দিকে এ তথ্য জানান ৮ এপিবিএনের সহকারী পরিচালক (এএসপি) ফারুক আহমেদ।

নিহত লালাইয়া ক্যাম্প ১৯ এ/৮ ব্লকের বাসিন্দা। তার বিরুদ্ধে চারটি হত্যা মামলা রয়েছে।

এপিবিনের ভাষ্য ,মঙ্গলবার ১৯ নং ক্যাম্পে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করা হয়। অবস্থান টের পেয়ে এপিবিএনকে লক্ষ্য করে গুলি চালায় আরসার সদস্যরা। আত্মরক্ষার্থে এপিবিএনও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে কমান্ডার লালাইয়ার মরদেহ উদ্ধার করা হয়।

এএসপি ফারুক আহমেদ বলেন, এ ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিন আরসা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।এবিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো খবর