বরিশালের মুলাদী উপজেলার প্রত্যন্ত একটি বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুইজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া আরও একজন নিখোঁজ রয়েছেন।
উপজেলার বাটামারা ইউপির চাকলা বাজারে সোমবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
নিহত ৪০ বছর বয়সী হেলাল বেপারী উপজেলার বাটামারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পূর্ব তয়কা গ্রামের বাসিন্দা। আরেকজন ৫০ বছর বয়সী আলমগীর কবিরাজ মুলাদীর সফিপুর ইউনিয়নের বালিয়াতলী এলাকার বাসিন্দা। নিখোঁজ রয়েছেন হেলালের ভাই কামাল বেপারী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কান্তি মন্ডল জানান, মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের তয়কা গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আকন ও হাজি গ্রুপের দ্বন্দ্ব চলে আসছে। এর জেরে সোমবার সন্ধ্যা থেকেই দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে হেলাল ব্যাপারী ও কামাল ব্যাপারী নামের দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়।
বরিশালের পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনায় হত্যা মামলা করা হবে। সার্বিক দিক বিবেচনা করে ব্যবস্থা নেয়া হচ্ছে।