প্রতারণার অভিযোগে ‘পাশে থাকা ফাউন্ডেশন’ নামে এক সংগঠনের প্রধানসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন- প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জাহিদ হাসান ও তার সহযোগী সুরমা আক্তার ইশা।
রোববার র্যাব-১০ এর একটি দল অভিযান চালিয়ে রাজধানীর গোলাপবাগ থেকে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণা কাজে ব্যবহার করা ৫০টি বাজার কার্ড, ২টি খাদ্য তালিকার কার্ড ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১০ এর এএসপি (অপারেশন) মো. এনায়েত কবীর সোয়েব জানান, চক্রটি মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও গরিব লোকজনদের টার্গেট করে তাদের ফাউন্ডেশনের সদস্য করত। সংগঠনের সদস্য হলে তাদেরকে প্রতি মাসে ছয়শ’ টাকায় তিনবার ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ লিটার তেল, ১ কেজি ডাল ও ১ কেজি চিনি দেয়ার প্রলোভন দেখিয়ে অগ্রিম টাকা নিয়ে যেত।
জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকেই সাধারণ মানুষের সঙ্গে এভাবে প্রতারণা করে আসছে। তারা রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আনুমানিক ১১ হাজার সদস্য করে তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে।