চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকরভাবে সেমাই তৈরির অপরাধে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড়, হাতিকাটা ও আলুকদিয়া এলাকায় রোববার দুপুরের দিকে ওই অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, রোববার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড়, হাতিকাটা ও আলুকদিয়া এলাকার সেমাই কারখানায় অভিযান চালানো হয়। এসময় অস্বাস্থ্যকরভাবে সেমাই তৈরির অপরাধে দৌলতদিয়াড়ে মেসার্স হক ব্রাদার্স সেমাই ফ্যাক্টরির মালিককে ৩ হাজার টাকা, একই অপরাধে মেসার্স মুজাদ্দেদীয়া ট্রেডার্সের মালিককে ২ হাজার টাকা ও অস্বাস্থ্যকরভাবে সেমাই তৈরি ও মশলার প্যাকেটে বিএসটিআইর অনুমতি ছাড়াই লোগো ব্যবহার করার অপরাধে মেসার্স এস ডি সেমাই অ্যান্ড ওয়েল মিলের মালিককে ৫ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, অভিযানে সবাইকে স্বাস্থ্যসম্মতভাবে সেমাই তৈরির ব্যাপারে নির্দেশনা দেয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একটি টিম।