বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এনজিও কর্মীকে দলবদ্ধ ধর্ষণ: যাবজ্জীবনের আসামি গ্রেপ্তার

  • প্রতিনিধি, বাগেরহাট   
  • ৭ এপ্রিল, ২০২৩ ১৫:৩৬

ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) স্বপন কুমার রায় বলেন, র‌্যাবের হাতে গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি ফিরোজ নিকারীকে বৃহস্পতিবার রাতে থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়।

বাগেরহাটের ফকিরহাটে বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফিরোজ নিকারীকে (২৯) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬-এর একটি দল।

চুয়াডাঙ্গা জেলার মেহেরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সীমান্ত এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফিরোজ নিকারীর বাড়ি ফকিরহাট উপজেলার ছোট খাজুরা গ্রামে। তাকে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাবের মিডিয়া সেলের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংঘবদ্ধ ধর্ষণের শিকার এনজিও কর্মী বাগেরহাটের ফকিরহাটের জাড়িয়া মাইটকুমড়া এলাকার ভাড়া বাড়িতে থাকতেন। ২০২০ সালের ১০ অক্টোবর রাত ২টার দিকে আসামিরা কৌশলে ওই এনজিও কর্মীর ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। ওই সময় ওই নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে টাকাসহ তার গলা ও কানে থাকা স্বর্ণালঙ্কার এবং অন্যান্য মালামাল লুট করেন। এরপর আসামিরা ওই নারীকে দলবদ্ধ ধর্ষণ করেন এবং তাদের অন্য এক সহযোগী সে ভিডিও মোবাইলফোনে ধারণ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় মামলা করেন।

মামলায় গত রোববার বিচারকার্য শেষে বাগেরহাট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম সাইফুল ইসলাম পলাতক আসামি ফিরোজ নিকারীসহ তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।

দন্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন ফকিরহাট উপজেলার জারিয়া মাইটকুমড়া গ্রামের মো. মামুন শেখ ও ভট্ট বালিয়াঘাট এলাকার ইব্রাহিম বিশ্বাস।

ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) স্বপন কুমার রায় বলেন, র‌্যাবের হাতে গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি ফিরোজ নিকারীকে বৃহস্পতিবার রাতে থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়।

এ বিভাগের আরো খবর