বঙ্গবাজারে ভয়াবহ আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার ঘোষণা দিয়েছে বিএনপি।
বুধবার দুপুরে বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মির্জা আব্বাস বলেন, ‘এটি একটি এক্সিডেন্ট। এ দুর্ঘটনায় বিশাল আকারের ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতিপূরণে বিএনপির পক্ষে একা কিছু করা সম্ভব না। তবে সরকার কিছু করতে পারে। সেখানে আমরা যতটুকু পারি সহযোগিতা করব; যারা ক্ষতিগ্রস্ত হয়েছে।’
তিনি বলেন, ‘আমার কাছে একটা জিনিস খুব আশ্চর্য লাগছে, এই মার্কেটের টিক উল্টো দিকেই ফায়ার ব্রিগেডের হেডকোয়ার্টার্স। এলাকার লোকজন বলছেন, আগুন লাগার পর ওরা যদি একটিভ হয়ে যেতেন...।
‘আমি ফায়ার-ব্রিগেডের সমালোচনা করছি না। তবে একটু দেরি হয়েছে। ফায়ার ব্রিগেডকে আমরা ধন্যবাদ জানাই, তারা যথেষ্ট ঝুঁকি নিয়ে কাজ করেছে।’
আহতদের সরকারের পক্ষ থেকে ১৫ হাজার টাকা করে দেয়ার ঘোষণার বিষয়ে সমালোচনা করেন মির্জা আব্বাস।
তিনি বলেন, ‘আমি সরকারের এই কথার সমালোচনা করতে চাই। আমার মনে হচ্ছে সরকার এদের সাথে মজা করছে। ১৫ হাজার টাকা কাকে দেবে। দোকানে থাকে কর্মচারী, তাকে? টাকার এই পরিমাণ খুবই অপ্রতুল। এই পরিমাণ আরও বাড়ানো উচিত অর্থাৎ তাদের যতজন মালিক কর্মচারী ছিল সেই অনুযায়ী তাদেরকে ক্ষতিপূরণ দেয়া উচিত।’
এক সংবাদকর্মীর প্রশ্ন করেন- অনেকেই বলছেন এই ঘটনাটি পূর্বপরিকল্পিত। আপনার মত কি? উত্তরে মির্জা আব্বাস বলেন, ‘না, কালকে আগুন লেগেছে আজকে আমি এই বিষয়ে সমালোচনা করতে চাই না। সমালোচনা করার অনেক কিছু আছে।’
ফায়ার সার্ভিসের সক্ষমতা নিয়ে কোন কথা আছে কি-না জিজ্ঞেস করলে মির্জা আব্বাস বলেন, ‘আমাদের ফায়ার সার্ভিসের সক্ষমতা বা অক্ষমতা আছে কি না এটির প্রমাণ তারা গতকাল দিয়ে দিয়েছেন। তাদের যা আছে তা নিয়ে তারা গতকাল যুদ্ধে নেমেছিল।
‘ফায়ার সার্ভিস নিয়ে কথা বলতে গেলে আরো অনেক কথা আছে। এখন তো আপনারা দেখছেন শুধু আগুন লেগেছে। পরবর্তী পর্যায়ে আরও দেখবেন উঁচু বিল্ডিংয়ে আগুন লেগেছে। তখন কী হবে সেই বিষয়ে আমাদের প্রস্তুতি আছে কি না।
‘ব্যবসায়ীদের প্রতি আমাদের বার্তা, ক্ষতি একটা হয়েছে ঠিক কিন্তু সবাই মিলে আমরা এই ক্ষতি পূরণ করার চেষ্টা করব।’
বঙ্গবাজারকে ঝুঁকিপূর্ণ জানিয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ১০ বার নোটিশ দেয়ার বিষয়ে মির্জা আব্বাস বলেন, ‘যদি আসলে তাদেরকে সে রকমই নোটিশ দেয়া হয়ে থাকে, আমার মনে হয় এটি মানা উচিত ছিল।’