কুমিল্লা বিভাগীয় যুবদল প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিলে এক পুলিশ কর্মকর্তাকে বের করে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সে বক্তব্য দেয়ার ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে শহরের টাউনহল মিলনায়তনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিকেল সাড়ে ৫ টায় বিভাগীয় যুবদলের প্রতিনিধি সম্মেলন ও ইফতার পার্টির আয়োজনে ভিডিও কনফারেন্সে যোগ দেন তারেক। তার বক্তব্য শুরুর পরই টাউনহলে প্রবেশ করেন কান্দিরপাড় ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তপন বাকচি। এ সময় যুবদল স্বেচ্ছাসেবকদলের একাধিক নেতা-কর্মী তপন বাকচিকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেন। পরে পুলিশ সেখান থেকে ২০ জনকে আটক করে।
কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান বলেন, তারেক যুক্ত হবেন এমন কথা ছিল না। সে যুক্ত হতে চাইলে বাধা দেয় পুলিশ। এসময় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন নেতা-কর্মীরা। এসময় ২০ জনকে আটক করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।