রাজধানীর বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুনের ঘটনা সরকারের ব্যর্থতা বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, কী এমন উন্নয়নমূলক কাজ হয়েছে যে, আগুন নেভানোর একটি বিভাগ পর্যন্ত নাই। ৪০ টি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করেও আগুন নিভছে না।
মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি হলে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির মহাসচিব। পরে ঠাকুরগাঁও জেলা আইনজীবি সমিতির আসন্ন নির্বাচনকে সামনে রেখে এক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
ফখরুল বলেন, রাজধানীতে মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় আগুন লেগেছে। এর আগেও সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনাগুলো কেন ঘটছে? কী এমন উন্নয়ন হয়েছে যে আগুন নেভানোর মতো একটা বিভাগ নেই। ৪০ টি ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিভাতে পারছে না। তাহলে বুঝতে হবে তাদের কাছে পর্যাপ্ত ব্যবস্থা নেই।
সুপ্রিম কোর্ট বারের নির্বাচন সরকার দলের আইনজীবিরা পুলিশের সহায়তায় পণ্ড করেছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, দেশে এখন আইনের শাসন পুরোপুরি ভাবে অনুপস্থিত। বার সমিতি যে একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এই আওয়ামীলীগের সরকার সেটিকেও দখল করতে বেআইনিভাবে সকল শক্তি প্রয়োগ করেছে।
তিনি বলেন, বাংলাদেশ এখন একটি কঠিন সময় অতিবাহিত করছে। বর্তমানে দেশে গণতন্ত্র সম্পূর্ণভাবে অনুপস্থিত। ব্যক্তিগত অধিকার, মানবাধিকার পুরোপুরিভাবে হরণ করা হয়েছে। নওগাঁয় এক নারীকে র্যাব বেআইনিভাবে তুলে নিয়ে গেছে এবং ওই নারী মারা গেছে। কিছুদিন আগে একইভাবে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকেউ তুলে নিয়ে যাওয়া হয়েছে। আইনি ভাষায় এটাকে বলে অপহরণ।
আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রেখে নির্বাচন হবে না জানিয়ে ফখরুল বলেন, আমাদের ১০ দফা দাবির মধ্যে প্রথম যে দাবি তা হলো বর্তমান সরকার প্রধানকে পদত্যাগ করতে হবে, তার সরকারকে পদত্যাগ করতে হবে। এরপর একটি তত্বাবধায়ক সরকারে অধীনে ক্ষমতা দিয়ে, একটি নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন দিতে হবে।
এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ বিএনপির অন্যান্য নেতা ও বিএনপি সমর্থিত আইনজীবীরা উপস্থিত ছিলেন।