বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুলিশ হেডকোয়ার্টার্সে আগুন, ৯৯৯-এর সেবা আপাতত বন্ধ

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৪ এপ্রিল, ২০২৩ ১৭:৪৪

'পুলিশ হেডকোয়ার্টার্স বঙ্গবাজারের পাশের ভবন হওয়ায় সেখানেও আগুন ধরে যায়। ফলে এ সেবা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। সকাল ১০টা ১৫ মিনিট থেকে পরিষেবাটি স্থগিত করা হয়েছে। আমরা শিগগির এটি চালু করার চেষ্টা করছি।'

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ আছে। জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার স্টেশনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে পুলিশ হেডকোয়ার্টার্স।

মঙ্গলবার পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান নিউজ বাংলাকে এ তথ্য জানান।

তিনি বলেন, 'পুলিশ হেডকোয়ার্টার্স বঙ্গবাজারের পাশের ভবন হওয়ায় সেখানেও আগুন ধরে যায়। ফলে এ সেবা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। সকাল ১০টা ১৫ মিনিট থেকে পরিষেবাটি স্থগিত করা হয়েছে। আমরা শিগগির এটি চালু করার চেষ্টা করছি।'

এদিকে ৯৯৯-এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার নিউজ বাংলাকে বলেন, জাতীয় জরুরি পরিষেবা অফিসটি বঙ্গবাজার শপিং কমপ্লেক্সের কাছে অবস্থিত এবং আগুনের কারণে টেলিফোন এবং ইন্টারনেট সংযোগ ব্যাহত হচ্ছে।

এ বিভাগের আরো খবর