নরসিংদীতে ট্রলির চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া গ্রামে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ১৮ বছর বয়সী সাকিব শেখ পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া গ্রামের মো. আব্দুল মালেক শেখের ছেলে।
সাকিবের চাচা স্থানীয় ইউপি সদস্য আকরাম শেখ নিউজবাংলাকে বলেন, ‘এবার এসএসসি পাশ করে বিদেশ যাওয়ার জন্য স্থানীয় একটি ট্রেনিং সেন্টারে কাজ শিখতেছিল সাকিব। সোমবার সকালে তার বড় ভাইয়ের মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে না ফেরার দেশে চলে গেল।’
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাকিবের চাচা আকরাম শেখ জানান, বাড়ি থেকে বের হয়ে চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া গ্রামের সড়কের ধানমইন্নার টেকের সাম্মার বাড়ি এলাকায় একটি ইটবোঝাই করা ট্রলিকে ওভারটেক করার পর মোটরসাইকেল নিয়ে সড়কে ছিটকে পড়ে সাকিব। এসময় ওই ট্রলিটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ট্রলিটি জব্দ করা গেলে ট্রলির চালক পালিয়ে গেছে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।