ময়মনসিংহের হালুয়াঘাটে কালাম মিয়া নামের ৩৮ বছর বয়সী এক যুবককে রশি দিয়ে বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
উপজেলার শাকুয়াই ইউনিয়নের খালপাড় এলাকার মহিলা বাজার সংলগ্ন এলাকায় রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেন।
কালাম মিয়া একই এলাকার আব্দুল হাইয়ের ছেলে। আটকরা হলেন- একই এলাকার ২৫ বছর বয়সী ইয়াসিন ও ২৩ বছর বয়সী ছেলে মুবিন।
কালামের ভাই হারুন মিয়া বলেন, ‘গত ৭ মার্চ সন্ধ্যায় স্থানীয় কয়েকজনের সঙ্গে আমার ভাইয়ের ঝগড়া হয়। এক পর্যায়ে ওরা আমার ভাইকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে। পরে ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালের চিকিৎসা শেষে কয়েকদিন আগে সে বাড়িতে আসে। ওই ঘটনায় আমার ভাই আব্দুস সালাম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
‘এর জের ধরে রোববার রাত ৯টার দিকে আমার ভাই কালাম বাড়ি ফেরার পথে তারা পেছন থেকে হাত-পা বেঁধে ও মুখে টেপ পেঁচিয়ে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যার চেষ্টা করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে এগিয়ে আসলে আমার ভাইকে ফেলে তারা পালিয়ে যায়। এসময় শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান খান বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। রাতেই দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনতে চেষ্টা চলছে। থানায় মামলাও প্রক্রিয়াধীন ‘