বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সবুজবাগে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৩ এপ্রিল, ২০২৩ ১২:৪৪

সবুজবাগ থানার এসআই সবুজার আলী বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গাড়িটি এখনও চিহ্নিত করা যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।’

রাজধানীর সবুজবাগে গাড়ির ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।

বাসাবো এলাকায় সোমবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৩৫ বছর বয়সী যুবকের নাম, পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) সবুজার আলী বলেন, ‘কোনো এক গাড়ির ধাক্কায় ওই বাইসাইকেল আরোহী বাসাবো রোডের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। পরে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গাড়িটি এখনও চিহ্নিত করা যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।’

এ বিভাগের আরো খবর