বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অস্ট্রেলিয়ান ট্যুরিস্টকে হেনস্তা করা ব্যক্তি আটক

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৩ এপ্রিল, ২০২৩ ১২:১০

ওসি অপূর্ব হাসান নিউজবাংলাকে বলেন, কালা নামের এই ব্যক্তি ৮০-এর দশকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ফুল বিক্রি করতেন। তখন তিনি বিদেশিদের ঘুরিয়ে দেখিয়েছেন ঢাকা শহর। তখন কিছুটা ইংরেজি শেখেন। এখন বয়সের ভারে কিছুই করেন না। সাধারণ মানুষের কাছ থেকে চেয়ে খান।

রাজধানীতে পথে মানুষকে ধরে হেনস্তা করার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। তার দ্বারা সম্প্রতি অস্ট্রেলিয়ার এক যুবক হেনস্তার শিকার হন।

রোববার রাত ১২টার দিকে তেজগাঁও থানা ও হাতিরঝিল থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

বাংলাদেশে ঘুরতে আসা অস্ট্রেলিয়ান এক যুবককে উত্যক্ত করা নিয়ে একটি ভিডিও ভাইরাল হয় দু-একদিন আগে, এর পরই অভিযুক্ত মো. কালাকে আটক করা হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান নিউজবাংলাকে বলেন, কালা নামের এই ব্যক্তি ৮০-এর দশকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ফুল বিক্রি করতেন। তখন তিনি বিদেশিদের ঘুরিয়ে দেখিয়েছেন ঢাকা শহর। তখন কিছুটা ইংরেজি শেখেন। এখন বয়সের ভারে কিছুই করেন না। সাধারণ মানুষের কাছ থেকে চেয়ে খান।

তিনি আরও বলেন, কালা বিদেশিসহ দেশের নাগরিকদেরও রাস্তায় হেনস্তা করে টাকা আদায় করতেন। এ কারণে তাকে আটক করা হয়েছে। বিদেশি ওই নাগরিককে হেনস্তা করার কারণেই বিষয়টা সামনে এসেছে।

জনগণকে হয়রানি করার জন্য কালাকে কোর্টে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর