রাজধানীর ওয়ারীতে সুইপার কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ রাজু বসাক ও তার স্ত্রী শান্তি রানী দে মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
২৭ মার্চ রাত সাড়ে ৩টার দিকে জয়কালী মন্দির সংলগ্ন হানিফ ফ্লাইওভারের নিচে ওই অস্থায়ী সুইপার কলোনিতে অগ্নিকাণ্ড ঘটে।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, ওয়ারী সুইপার কলোনি থেকে দগ্ধ অবস্থায় ৭ জনকে এখানে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে রাজু বসাতের দেহের ২৮ শতাংশ ও শান্তি রানীর ২৭ শতাংশ দগ্ধ হয়েছিল। রাজু শনিবার রাতে ও শান্তি রানী রোববার সকাল সাড়ে ৮টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
প্রসঙ্গত, ২৭ মার্চ সোমবার রাত সাড়ে ৩টার দিকে সুইপার কলোনিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় রাত ৪টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ধারণা, সিগারেটের আগুন অথবা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই আগুনের সূত্রপাত হয়। ওই ঘটনায় কলোনির আনুমানিক ২০টি টিন সেড ঘর পুড়ে যায়। দগ্ধ হয় নারী-শিশুসহ ৭ জন।