এক রিটের শুনানিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেয়।
জনসম্মুখে ধূমপান, যত্রতত্র মলমূত্র ত্যাগ এবং থুতু ও কফ ফেলা বন্ধে আইন অনুযায়ী কার্যকর পদক্ষেপ
এক রিটের শুনানিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. গোলাম রহমান ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ।
জনসম্মুখে ধূমপান, যত্রতত্র মলমূত্র ত্যাগ এবং থুতু ও কফ ফেলা বন্ধের নির্দেশনা চেয়ে গত ১১ মার্চ হাইকোর্টে রিট করা হয়। এত প্রচলিত পুলিশ অধ্যাদেশ আইন বাস্তবায়নের নির্দেশনা চাওয়া হয়।