বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রথম আলো সম্পাদককে গ্রেপ্তারের দাবিতে শাহবাগে অবরোধ ছাত্রলীগের

  • প্রতিনিধি, ঢাবি   
  • ৩০ মার্চ, ২০২৩ ১৯:৪৩

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ‘এদেশে সাম্রাজ্যবাদের এশীয় দালালরা বাসন্তি-কাণ্ডসহ নানা উপায়ে ১৯৭২-৭৪ সাল পর্যন্ত বঙ্গবন্ধু এবং তার পরিবারকে হত্যার পরিবেশ তৈরি করেছে। প্রথম আলোর নিউজে আমরা একই ঘটনার পুনরাবৃত্তি দেখলাম। ১০ টাকায় শিশুকে দিয়ে এ ধরনের মন্তব্য তৈরি করা সাংবাদিকতার নৈতিকতা পরিপন্থী।’

দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে জাকির-কাণ্ডের হুতা এবং গুজববাজ আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তার এবং বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রলীগ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই অবরোধ কর্মসূচি চলে।

এ সম্পূর্ণ সময় শাহবাগ মোড়ের আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেককে হেঁটে মোড় পার হয়ে গন্তব্যে যেতে দেখা যায়।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি হলেও কর্মসূচিতে উপস্থিত প্রায় সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক এসে তাদের অবরোধ থেকে সরিয়ে নেন।

কর্মসূচিতে উপস্থিত থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক অমি বলেন, ‘১৯৭৪ সালের বাসন্তী-কাণ্ডের মতো জাকির-কাণ্ড ঘটানো হয়েছে। প্রথম আলোর মতো যারা হলুদ সাংবাদিকতা করে তাদেরকে আমরা বয়কট করতে চাই। আমরা রাষ্ট্রের কাছে জানতে চাই, কেন তারা বার বার এটি করার পরও পার পেয়ে যাচ্ছে? কেন তাদের আইনের আওতায় আনা হচ্ছে না।’

অবরোধের কারণে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়ে প্রশ্ন করলে এক ছাত্রলীগ নেত্রী বলেন, ‘আমরা তো সাধারণ মানুষের ভালোর জন্য এই প্রোগ্রামটা করছি। তাদের যেন পরবর্তীতে ভুয়া সাংবাদিকদের মুখোমুখি হতে না হয় সেজন্যই আমাদের আজকের এই প্রোগ্রাম।

‘আমরা চাই দেশের বর্তমান পরিস্থিতি গণমাধ্যম আমাদের সামনে প্রকাশ করুক। কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে যদি কোনো গুজব ছড়ানো হয় তাহলে আমরা রুখে দিতে প্রস্তুত।’

অবরোধস্থলে উপস্থিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ‘এদেশে সাম্রাজ্যবাদের এশীয় দালাল যারা তারা বাসন্তি-কাণ্ডসহ নানা উপায়ে ১৯৭২-৭৪ সাল পর্যন্ত বঙ্গবন্ধু এবং তার পরিবারকে হত্যার পরিবেশ তৈরি করেছে। সবশেষ স্বাধীনতা দিবসের দিন প্রথম আলোর নিউজের মাধ্যমে আমরা একই ঘটনাগুলোর পুনরাবৃত্তি দেখলাম।

‘দশ টাকায় শিশুকে দিয়ে এ ধরনের মন্তব্য তৈরি করা সাংবাদিকতার নৈতিকতা পরিপন্থী। যারা এটি করেছে প্রথম আলোর সম্পাদকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়ে ছাত্রদের এই দাবির সঙ্গে আমরা একমত।’

এ বিভাগের আরো খবর