বরিশালের মেহেন্দিগঞ্জে নদীতে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন, যারা সম্পর্কে শ্বশুর ও জামাতা।
উপজেলার গজারিয়া নদীতে রোববার রাতে এ ঘটনা ঘটে।
বজ্রাঘাতে প্রাণ হারানো দুজন হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার চর এককরিয়া ইউনিয়নের চরলতা গ্রামের শহিদ বিশ্বাস (৬৯) ও জামাতা মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের বাজিদ খাঁ গ্রামের রাসেল বেপারী (৩২)।
চর এককরিয়া ইউনিয়নের গ্রামপুলিশ রফিক দফাদার জানান, রোববার তারাবি নামাজ পড়ে শ্বশুর ও জামাতা গজারিয়া নদীতে মাছ শিকার করতে যান। রাতের কোনো এক সময় বজ্রপাতে দুজন নিহত হন। সোমবার ভোররাতের দিকে নৌকায় শ্বশুর শহিদ বিশ্বাসের ঝলসানো মরদেহ পান অন্য জেলেরা। সকালে নদীতে অন্য জেলেদের জালে জামাতা রাসেলের মরদেহ পাওয়া গেছে।
মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির এসআই মজিবর রহমান বলেন, ‘ডিঙ্গি নৌকা নিয়ে নদীতে মাছ শিকারে গিয়ে তাদের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় উভয়ের লাশ দাফন করার সিদ্বান্ত দেয়া হয়েছে।’