বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফেসবুকে পণ্যের দাম কমিয়ে বিজ্ঞাপন, রোজায় স্বস্তি ক্রেতাদের

  • প্রতিনিধি,চাঁপাইনবাবগঞ্জ   
  • ২৪ মার্চ, ২০২৩ ১৩:১৭

প্রতিষ্ঠানটির উদ্যোক্তা মুনজের আলম মানিক বলেন, ‘বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে চলেছে, আমরা যেহেতু নিজেদের উৎপাদিত পণ্যই ভোক্তার কাছে, শুদ্ধ আউটলেট থেকে বিক্রি করে থাকি। আমরা মনে করেছি আমাদের লাভের অংশ থেকে কিছুটা ভোক্তাকে ছাড় দিতে। রোজার মাসে আমাদের ভোক্তাদের কিছুটা হলেও স্বস্তি দিতেই আমাদের এ ভাবনা। আমরা প্রত্যাশা করি আমাদের মত অন্য উদ্যোক্তা ও ব্যবসায়ীরা যদি এমন উদ্যোগ নেন তাহলে বাজারে পণ্যমূল্য কিছুটা হলেও কমবে।’

নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে ক্রেতারা যখন নাজেহাল, যখনই রোজায় পণ্যের দাম কমানোর ঘোষণা এলো চাঁপাইনবাবগঞ্জের এক উদ্যোক্তার কাছ থেকে। চাঁপাইনবাবগঞ্জ শহরের গাবতলা মোড়ে অবস্থিত শুদ্ধ নামে একটি কৃষিপণ্য বিপণন প্রতিষ্ঠান তাদের বেশ কিছু পণ্যে ছাড়ের এ ঘোষণা দিয়েছে।

প্রতিষ্ঠানটির ফেসবুকে দেয়া বিজ্ঞাপনে দেখা যায়, সরিষার তেল, আঁখের দানা গুড়, ও আখের পাউডার গুড়, হাতে ভাজা মুড়ি, ধানের খৈ এ কেজিতে ১০-২০ টাকা ছাড়ের ঘোষণা দেয়া হয়েছে। সেই সঙ্গে অন্যান্য পণ্যে মিলছে পাঁচ শতাংশ ছাড়।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তা মুনজের আলম মানিক বলেন, ‘বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে চলেছে, আমরা যেহেতু নিজেদের উৎপাদিত পণ্যই ভোক্তার কাছে, শুদ্ধ আউটলেট থেকে বিক্রি করে থাকি। আমরা মনে করেছি আমাদের লাভের অংশ থেকে কিছুটা ভোক্তাকে ছাড় দিতে। রোজার মাসে আমাদের ভোক্তাদের কিছুটা হলেও স্বস্তি দিতেই আমাদের এ ভাবনা। আমরা প্রত্যাশা করি আমাদের মত অন্য উদ্যোক্তা ও ব্যবসায়ীরা যদি এমন উদ্যোগ নেন তাহলে বাজারে পণ্যমূল্য কিছুটা হলেও কমবে।’

পণ্য ক্রয়ে ছাড় পেয়ে ক্রেতারাও বেশ খুশি। তারা বলছেন এমন উদ্যোগ অনান্য ব্যবসায়ীরা নিলে বাজার অনেকটায় স্থিতিশীল থাকত।

গোলাম রশিদ নামে এক ক্রেতা বলেন, ‘নিজেদের খামারে উৎপাদন করা বিভিন্ন পণ্য সরবরাহ করে আসছে উদ্যোক্তা মুনজের মানিক। হয়তো ছাড়ের অংশ খুবই কম, কিন্তু অন্যরা যেখানে বাড়িয়েছে, সেখানে তিনি সামান্য হলেও ছাড় দিয়েছেন, তার এ চিন্তাটায় আমাদের ভালো লেগেছে।’

আসিফ ইয়াসির নামে আরেকজন ক্রেতা বলেন, ‘সাধারণত আমরা দেখি যেকোন উপলক্ষ্য হলেই জিনিস পত্রের দাম বাড়ে। অনেক সময় অতি মুনাফার লোভে বাজারে অস্বাভাবিকভাবেই দাম বাড়ান বিক্রেতারা। আমরা যারা ক্রেতা তাদের কিছুই করার থাকে না, সেদিক থেকে শুদ্ধ নামের এ আউটলেটে আমরা কেনাকাটায় পাঁচ শতাংশ ছাড় পাচ্ছি, যা আমার ভালো লেগেছে।’

বিশ্বের মুসলিম দেশগুলোতে রোজায় বিভিন্ন পণ্যে বড় ধরনের ছাড়ের ঘোষণা দেন ব্যবসায়ীরা। তবে আমাদের দেশে এমন উদ্যোগ খুব একটা দেখা যায় না। ব্যবসায়ীরা এমন উদ্যোগ নিলে বাজারে কিছুটা হলেও পণ্যের দাম কমবে বলছেন ভোক্তারা।

কৃষি উদ্যোক্তা মুনজের আলম মানিকের উদ্যোগের বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খান সাধুবাদ জানিয়ে, অন্য ব্যবসায়ী ও উদ্যোক্তাদের এমন উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘বাজার মনিটরিং কমিটির সভায় আমরা ব্যবসায়ী নেতৃবৃন্দকে আহ্বান করেছিলাম ভোক্তাদের একটু স্বস্তির জন্য কিছুটা কম মূল্যে পণ্য বিক্রি করতে। তারই ধারাবাহিকতায় একজন ব্যবসায়ী কিছুটা ছাড়ে পণ্য বিক্রির ঘোষণা দিয়েছে, তাকে আমরা ধন্যবাদ দেই, আশা করি অন্য ব্যবসায়ীরা এগিয়ে আসবেন। সেই সঙ্গে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করছি, কেউ যাতে কোনো পন্যের কৃত্তিম সংকট ও মজুদ করতে না পারে।’

এ বিভাগের আরো খবর