৬ ঘণ্টার ব্যবধানে বরিশালে পরিবর্তন হচ্ছে সবজির দর। গত কয়েকদিন ধরে সবজির দরে এমন পরিবর্তনে পাইকারি ব্যবসায়ীরা পড়েছেন নানামুখী চাপে। এত অল্প সময়ে সবজির দরে তারতম্য ঘটায় ভোগান্তিতে পড়েছেন ক্রেতারাও। ক্ষোভ প্রকাশ করেছেন তারা। তবে পাইকারি ব্যবসায়ীদের দাবি, হঠাৎ করে বৃষ্টির কারণে সবজির দরে তারতম্য ঘটছে।
বরিশাল বহুমূখী সিটি পাইকারি কাঁচা বাজারে ঘুরে সবজির ব্যাপক দর দামের বিষয়টি লক্ষ্য করা গেছে।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার দুপুরে মরিচের দর ছিল ৫০ টাকা কেজি, সেই মরিচের দর ওইদিন বিকেলে হয় ৮৫ টাকা, শসা সকালে ১২ টাকা, বিকেলে ৩৫ টাকা, ঢেড়স সকালে ৪৫ টাকা, ৬০ টাকা বিকেলে, রেখা ২০ টাকার বদলে ৬ ঘণ্টার ব্যবধানে দর হয় ৩০ টাকা, মিষ্টি কুমড়া ১৫ থেকে ২৫ টাকা, বেগুন ৩০ থেকে পরিবর্তন হয়ে ৫০ টাকা, করোলা ৫০ থেকে ৬০ টাকা, ফুলকপি ৫০ থেকে ৬০ টাকা, গাজর ২৫ থেকে ৩৫ টাকা এবং ক্যাপসিকাম ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হয়।
দুলাল বাণিজ্যালয়ের মালিক সিরাজুল ইসলাম দুলাল বলেন, ‘বুধ ও বৃহস্পতিবার মরিচের দর আমাদের পাইকারি বাজারে ছিল ৯৫ থেকে ১০০ টাকা, শসা ৪০ থেকে ৫০ টাকা, রেখা ৩০ টাকা, মিষ্টি কুমড়া ২৫ টাকা, বেগুন ৫০ টাকা, করোলা ৬০ টাকা, ফুলকপি ৬০ টাকা, গাজর ও ক্যাপসিক্যাম ৩৫ টাকা এবং লেবু এক হালি ২৫ টাকা দর চলেছে।
তিনি বলেন, ‘এ দুই দিনেও সকালে ও বিকালে সবজির দরের তারতম্য ঘটেছে।’
তবে এসব সবজি খুচরা বাজারে গিয়ে ভোক্তাদের গলা কাটছে বলে দাবি পাইকারি ব্যবসায়ীদের। খুচরা বাজারে মরিচ ১৫০ থেকে ১৮০ টাকা, শসা ৯০ টাকা, ঢেড়স ৯০ টাকা, রেখা ৬০, বেগুন ১০০, মিষ্টি কুমড়া ৪০, করোলা ১০০, ফুলকপি ৮০, গাজর ৫০, ক্যাপসিকাম ৮০ ও লেবু হালি প্রতি বিক্রি হচ্ছে ৪০ টাকায়।
বরিশাল নগরীর বাংলাবাজারের সবচি বিক্রেতা ফয়সাল বলেন, ‘পাইকারি বাজারে সবজির দাম বাড়ায় খুচরা বাজারেও কয়েকদিন ধরে সবজির দাম বেশি রয়েছে। বৃষ্টির কারণে বেশি দাম হয়েছে। আর দাম বাড়ার কারণে বিক্রিও কমেছে সবজির।
নতুনবাজারে ব্যবসায়ী আকবর হোসেন বলেন, ‘সবজির হঠাৎ দাম বাড়ায় ক্রেতারা ঝামেলা করছে, ঝগড়া করছে। পাইকারি বাজারের থেকে মাল খুচরা বাজারে আনতে অনেক খরচ। তাই দাম সামান্য বেশি থাকে খুচরা বাজারে। তবে এমন দাম বাড়ায় ক্ষুদ্ধ ক্রেতারা।’
চৌমাথা বাজারে সবজি ক্রেতা সাইফুল ইসলাম বলেন, ‘যেখানে সব দেশে রমজান মাসের আগে ও রমজান মাসে মালামালের দাম কমে, সেখানে আমাদের দেশের ব্যবসায়ীরা সব কিছুর দাম বাড়ায়। গত সপ্তাহে যে টাকায় সবজি কিনছি সেই টাকায় এ সপ্তাহে বাজার করাই কষ্টের। কৃত্রিম সংকট করে অস্থিতিশীল করে রাখা হচ্ছে বাজার।’
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারি পরিচালক সাফিয়া সুলতানা বলেন, ‘রমজান মাসে বাজার মনিটরিংয়ের জন্য প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে। ক্রেতাদের সাথে কোনো ব্যবসায়ী প্রতারণা করলে ছাড় দেয়া হবে না।’