কক্সবাজারের উখিয়ায় অপহরণের ২৪ ঘণ্টা পর এক রোহিঙ্গার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বালুখালীর ক্যাম্প-৯ এ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
ওই রোহিঙ্গার নাম মাহাবুবুর রহমান। তার বয়স ৩৫ বছর। তিনি বালুখালী ক্যাম্প-৮ এর আবু শামার ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি শেখ মোহাম্মদ আলী জানান, বালুখালী ক্যাম্প-৮ এর বাসিন্দা মাহবুব গতকাল ক্যাম্প-৫ এ তার শশুরবাড়ি থেকে অপহৃত হয়। নিখোঁজ থাকার ২৪ ঘণ্টা পর আজকে ক্যাম্প-৯ এ তার মরদেহ মিলেছে।
তিনি আরও জানান, তার শরীরে কয়েকটি স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে কোনো একটি গোষ্ঠী হত্যা করে থাকতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।