রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় আহত তিন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, মঙ্গলবার তাদের ঢাকায় আনা হয়েছে। তিনজনই চোখে আঘাতপ্রাপ্ত।
ওই তিন শিক্ষার্থী হলেন মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আলিমুল ইসলাম, ফারসি বিভাগের শেষ বর্ষের ছাত্র মিসবাউল ইসলাম ও আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল আমিন।
গত শনিবার সন্ধ্যার পর রাবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। তাদের মধ্যকার সংঘর্ষ থেমে গেলেও গভীর রাত পর্যন্ত পুলিশের সঙ্গে সংঘর্ষ চলে শিক্ষার্থীদের। এতে উভয় পক্ষের শতাধিক আহত হন। এদের মধ্যে ৯৬ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়। রোববারই বেশিরভাগ আহত শিক্ষার্থীরা হাসপাতাল থেকে ছাড়পত্র পান। তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এখন রামেকে চিকিৎসাধীন রয়েছেন ৪ জন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ জানান, গত শনিবার রাতে আহত অবস্থায় আসা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীকে হাসপাতালের চক্ষু বিভাগে ভর্তি করা হয়। ওই রাতেই তাদের চোখে অস্ত্রপচার করা হয়েছিল। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার ঢাকায় পাঠানো হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে জানান, তিনজন শিক্ষার্থীকে ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তিনজনেরই চোখে আঘাত। ওই তিন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় মঙ্গলবার ঢাকায় আনা হয়েছে।