মেহেরপুরের গাংনীর উত্তরপাড়ায় অভিযান চালিয়ে আবু হানিফ ও আনারুল ইসলাম নামে দুই সুদের কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় সুদের কারবারের কাজে ব্যবহৃত তিন শতাধিক ব্লাঙ্ক চেক, দেড় শতাধিক সাদা স্ট্যাম্প, পাঁচটি মোটর সাইকেল ও ১৩টি রেজিস্টার জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, ব্লাঙ্ক চেক, সাদা স্ট্যাম্প, মোটর সাইকেল- এসব জিম্মা রেখে অবৈধভাবে সুদ কারবারের মাধ্যমে হাজারো মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে তাদের পথে বসিয়েছে এসব সুদের কারবারি। এমন অভিযোগে শনিবার রাত ৯টার দিকে তাদেরকে আটক করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বিপদে পড়া মানুষ তাদের কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে সুদের জালে আটকে যায় ওরা। টাকা নেয়ার সময় ব্লাঙ্ক চেক ও সাদা স্ট্যাম্পে সাক্ষর নেয়া হয়। টাকা দেয়ার পর থেকে সুদ কারবারিদের জুলুমের শিকার হন অনেকে। চড়া সুদের অর্থ আদায় করতে অনেকের নামে চেক ডিজ-অনার মামলা করে ফাঁসিয়েছে ওরা।
গ্রেপ্তারদের নামে মামলা দায়েরের পর রোববার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।