যশোর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ও অফিসের কর্মচারীকে লাঞ্ছিত করার ঘটনায় পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহবুব ম্যানসেলকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বুধবার যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের গঠনতন্ত্রের ২২ (ক) ধারা মোতাবেক যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশক্রমে মেহেবুব ম্যানসেলকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হলো। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু।
প্রসঙ্গত, মেহবুব ম্যানসেল ও তার তিন সহযোগী ৫ মার্চ দুপুরে জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে ঢুকে কর্মকর্তা মুনা আফরিনকে লাঞ্ছিত ও কর্মচারী আল-আমিনকে মারধর এবং হত্যার হুমকি দেন। এ ঘটনায় মুনা আফরিন ওইদিনই কোতোয়ালি থানায় মামলা করলে মেহবুব ম্যানসেলসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদেরকে আদালতে হাজির করলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে আসামিরা কারাগারে রয়েছেন।
গ্রেপ্তার মেহবুব ম্যানসেল যশোর শহরের ষষ্ঠীতলাপাড়ার আলমাসের ছেলে। গ্রেপ্তার অন্যরা হলেন- শহরের রাকিব হোসেন ওরফে ভাইপো রাকিব, অনিক হাসান ওরফে মেহেদী হাসান ও মীর সাদী। সবার বাড়ি যশোর শহরের ষষ্ঠীতলাপাড়া এলাকায়।
মেহবুব ম্যানসেলের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় ১৩টি মামলা রয়েছে। অপর তিনজনের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। তবে এই তিনজন যুবলীগের কোনো পদ-পদবিতে নেই।