বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ক্ষতিগ্রস্ত ভবনটি ভাঙা হবে কিনা সিদ্ধান্ত বৃহস্পতিবার

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৮ মার্চ, ২০২৩ ২০:১৮

ডিএসসিসির মহাব্যবস্থাপক (পরিবহন) হায়দার আলী বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে ২০ টনের ভারী গাড়ি যদি এই ক্ষতিগ্রস্ত ভবনের সামনে দিয়ে যায় এবং ঝাঁকি লাগে তবে ভবনটি ভেঙে পড়তে পারে। আগামীকাল (বৃহস্পতিবার) কমিটি যদি ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় তাহলে সে অনুযায়ী দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।’

রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজার এলাকায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এটি সংস্কার করে রাখা হবে নাকি ভেঙে ফেলা হবে সে ব্যাপারে বৃহস্পতিবার সিদ্ধান্ত নেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বুধবার সন্ধ্যায় ঘটনাস্থলে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএসসিসির মহাব্যবস্থাপক (পরিবহন) হায়দার আলী।

তিনি বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক পর্যায়ে ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণার একটি কমিটি আছে। ওই কমিটির প্রতিনিধিরা আগামীকাল (বৃহস্পতিবার) ঘটনাস্থল পরিদর্শন করবেন। তারাই সিদ্ধান্ত নেবেন ভবনটি রাখা যাবে নাকি ভেঙে ফেলতে হবে।’

হায়দার আলী বলেন, ‘ভবনের পিলার ও কলাম ধসে গেছে। ছাদও নিচের দিকে দেবে গেছে। এসব দেখে মনে হচ্ছে ভবনটি ভেঙে ফেলতে হবে।

‘আমার কাছে মনে হচ্ছে ২০ টনের ভারী গাড়ি যদি এই ক্ষতিগ্রস্ত ভবনের সামনে দিয়ে যায় এবং ঝাঁকি লাগে তবে ভবনটি ভেঙে পড়তে পারে। আমরা ইতোমধ্যে পুলিশকে জানিয়েছি যেন ক্ষতিগ্রস্ত ভবনের সামনের সড়ক দিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দেয়া হয়।’

তিনি আরও বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) কমিটি যদি ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় তাহলে সে অনুযায়ী দ্রুতই পদক্ষেপ নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর