বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় আবারও প্রাণহানি

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৬ মার্চ, ২০২৩ ১৫:৫৮

সোমবার সকাল ১১ টার দিকে মিরপুর ১ নম্বরে মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের পাশে সনি সিনেমা হলের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

রাজধানীর মিরপুরে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে।

সোমবার সকাল ১১ টার দিকে মিরপুর ১ নম্বরে মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের পাশে সনি সিনেমা হলের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ২৯ বছর বয়সী আবু তৈয়ব নরসিংদীর শিবপুরের বড়ই গ্রামের আবু হানিফের ছেলে। তার পেশা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুপুরে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম দৈনিক বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সকাল ১১টার দিকে ওই ব্যক্তি প্রিন্স প্লাজার দিক থেকে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

ওসি বলেন, ‘প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফুটওভার ব্রিজ ব্যবহার না করে সরাসরি রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় তিনি মারা গেছেন। তবে ময়লার গাড়ি কি না সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।’

তিনি বলেন, ‘ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে দুর্ঘটনা ঘটানো গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিবপুর থেকে নিহতের পরিবারের সদস্যরা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। তারা আসলেই মামলা করা হবে।’

এ বিভাগের আরো খবর