তিন দিনের সফরে সোমবার সকালে ঢাকায় পৌঁছেছেন আর্জেন্টিনার পররাষ্ট্র, আন্তর্জাতিক বাণিজ্য ও উপাসনাবিষয়ক মন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো।
প্রথমবারের মতো আনুষ্ঠানিক সফরে আর্জেন্টিনার ৩৪ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্যাফিয়েরো পয়লা মার্চ পর্যন্ত সফরে থাকবেন। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ সরকারের গুরুত্বপূর্ণ অনেকের সঙ্গে দেখা করবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী।
সফরে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন করবেন ক্যাফিয়েরো। সে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর এ সফরে বাংলাদেশের সঙ্গে লাতিন আমেরিকার দেশটির বেশ কিছু চুক্তি সই হওয়ার কথা রয়েছে।
গত ৩০ জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানিয়েছিলেন, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ঢাকা সফরে আসতে পারেন।
সে সময় তিনি বলেছিলেন, ‘আমি দাওয়াত দিয়েছিলাম আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীকে। মেসির জয়লাভের পরে বলেছিলাম, বাংলাদেশের মানুষ তাকে (মেসি) অনেক পছন্দ করে, তাকে নিয়ে আসেন; এসে আমাদের এখানে একটা ইভেন্ট করেন। তিনি আসতে রাজি হয়েছেন।’
আবদুল মোমেন আরও বলেছিলেন, ‘আশা করছি ২৬ কি ২৭ তারিখে তিনি আসবেন। আমরা সেটার অপেক্ষায় আছি, উনাকে অভ্যর্থনা জানাব। উনারা যদি এখানে মিশন বা কনস্যুলার অফিস খুলতে চান, সেটা প্লাস।
‘আর্জেন্টিনার সঙ্গে আমরা চাই ভালো সম্পর্ক। আমাদের একটা পরিকল্পনা ছিল ওখানে একটা মিশন খোলার। আর ব্রাজিলে খুলেছি। আমরা আগামীতে মিশন খুলতে পারব, ডিপেন্ডিং অন টাকা-পয়সা এসব নিয়ে।’