বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাঠকের পদচারণায় প্রাণবন্ত নরসিংদী বইমেলা

  • প্রতিনিধি,নরসিংদী   
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:২৯

লেখক পুলক আহমেদ নিউজবাংলাকে বলেন, ‘নরসিংদীর মতো এতো সুন্দর ও প্রাণবন্ত মেলা আর কোথাও দেখিনি। এখানে প্রত্যেকটা স্টলই অনেক সুন্দর।’

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নরসিংদীতে ৮ দিনব্যাপী বইমেলায় বাঁধভাঙা উৎসবে মেতেছে বইপ্রেমীরা। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত পাঠকের পদচারণায় প্রাণবন্ত হয়ে উঠেছে অমর একুশে বইমেলা। ২১ ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২৮ ফেব্রুয়ায়ি পর্যন্ত।

জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গত মঙ্গলবার দুপুরে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।

এবার বইমেলা প্রাঙ্গণে শতাধিক বইয়ের স্টলের পাশাপাশি রয়েছে প্রাণতোষ আর্টস্কুলের উদ্যোগে আর্টগ্যালারি ও উদ্যোক্তাদের বস্ত্র ও কুটির শিল্প পণ্যের দোকান।

এ ছাড়া সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিন কবিতা আবৃত্তিসহ মঞ্চ নাটক, গান, নৃত্য পরিবেশনসহ বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে।

নরসিংদী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এই বইমেলায় নেয়া হয়েছে স্টল। এই স্টলে বিভিন্ন ইতিহাসমূলক বই বিক্রির পাশাপাশি প্রদর্শন করা হয়েছে বঙ্গবন্ধু পরিবারের আত্মজীবনীর চিত্র। পাশেই রয়েছে বঙ্গবন্ধুর কণ্যা শেখ হাসিনা সরকারের উন্নয়নের চিত্র।

মেলায় বেশ কয়েকজন গুণী লেখকদের নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। এর মধ্যে বীর মুক্তিযুদ্ধা প্রফেসর কালাম মাহমুদ রচিত ‘বাঙলা উচ্চারণের নিয়ম কানুন’ নামে একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

বইমেলায় লেখক, দোকানী, পাঠক, দর্শনার্থীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও সাহিত্যমনা বই প্রেমীদের সঙ্গে কথা হয়। সবাই এমন সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ জানান জেলা প্রশাসনকে।

এ সময় লেখক পুলক আহমেদ নিউজবাংলাকে বলেন, ‘নরসিংদীর মতো এতো সুন্দর ও প্রাণবন্ত মেলা আর কোথাও দেখিনি। এখানে প্রত্যেকটা স্টলই অনেক সুন্দর।’

তিনি জানান, এবার অমর একুশে বইমেলা উপলক্ষে তার দুটি বই প্রকাশ হয়েছে। একটি হলো ‘আত্মকেন্দ্রীক’ চলন্তিকা প্রকাশনা থেকে কাব্যগ্রন্থ। আরেকটি হচ্ছে ‘নিভৃতচারী’ উপন্যাস, এটি প্রিয় বাংলা প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। দেশের বিভিন্ন জেলাসহ বইগুলো নরসিংদীর মেলায় ব্যাপক সারা পেয়েছে।

মেলায় উন্মুক্ত চিত্র অঙ্কন করে আর্টগ্যালারিতে সাজিয়ে রাখছে শিশু-কিশোরেরা। তা প্রদর্শন করছেন মেলা দর্শনার্থীরা। এ সময় প্রাণতোষ আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা প্রাণতোষ দত্ত নিউজবাংলাকে বলেন, ‘বইমেলায় আমাদের আর্টগ্যালারি দৃষ্টান্ত রেখেছে। পাঠকের পদচারণায় আমরা মুগ্ধ। বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করছি ডিসি স্যারের প্রতি।

এ মেলায় বই বিক্রির পাশাপাশি রয়েছে উদ্যোক্তাদের কয়েকটি বস্ত্র ও কুটির শিল্প পণ্যের দোকান। দোকানগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে।

এ সময় কথা হলে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) নরসিংদী জেলা শাখার সভাপতি রুস্তম আলী নিউজবাংলাকে বলেন, ‘বইমেলায় বস্ত্র বিক্রি মানে একটি অনন্য দৃষ্টান্ত। এতে আমাদের নরসিংদী যে বস্ত্রশিল্পের সমাহার রয়েছে তা আবার প্রমাণ হলো। এখানে বই কিনতে এসে বস্ত্র ও কুটির শিল্প পণ্য কিনে নিচ্ছেন মেলার দর্শনার্থীরা।’

গিরিশচন্দ্র সেন গণ-পাঠাগারের সভাপতি শাহীনুর মিয়া নিউজবাংলাকে বলেন, ‘অমর একুশে বইমেলা বাঙালির সংস্কৃতির সঙ্গে জড়িত। আমি একজন পাঠাগার আন্দোলক। আমার কাছে বইমেলা একটি গর্বের বিষয়। এবারের বই মেলা অনেকটা ব্যতিক্রমভাবে সেজেছে।’

এ বিভাগের আরো খবর