জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আ ত ম সালেহ মারা গেছেন। বুধবার দুপুর সোয়া ১২টায় সুনামগঞ্জ সদর হাসপাতালে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা শোক জানিয়েছেন।
আ ত ম সালেহ দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। মঙ্গলবার অসুস্থতা বেড়ে গেলে সুনামগঞ্জ সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আ ত ম সালেহ ৫০ বছরেরও বেশি সময় ধরে অসাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জেলা জাসদের সভাপতি ছিলেন দীর্ঘদিন। সরব পদচারণা ছিল সাংস্কৃতিক অঙ্গনেও।
তার মৃত্যু সংবাদে সুনামগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক কর্মী-শুভানুধ্যায়ীরা শহরের হাছননগরে তার বাসভবনে ছুটে যান।
বিকেলে বাসভবন প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে সন্ধ্যায় মরদেহ নিয়ে আসা হয় সুনামগঞ্জ পৌরসভা চত্বরে। সেখানে বীর মুক্তিযোদ্ধাগণ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বাদ এশা শহরের কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন সম্পন্ন হয়।