বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, দুই শিশু গুলিবিদ্ধ

  • প্রতিনিধি, কক্সবাজার   
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ১৬:১৫

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ক্যাম্পে রোহিঙ্গাদের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই শিশু গুলিবিদ্ধ হয়। ঘটনার পর অস্ত্রধারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

কক্সবাজারের উখিয়ার ইরানী পাহাড় এলাকায় রোহিঙ্গা ক্যাম্পে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই শিশু গুলিবিদ্ধ হয়েছে।

ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের কাছাকাছি রোহিঙ্গা ক্যাম্পে বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুই শিশু ৮ নম্বর ক্যাম্পের বাসিন্দা, যাদের গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ক্যাম্পে রোহিঙ্গাদের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই শিশু গুলিবিদ্ধ হয়। ঘটনার পর অস্ত্রধারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

কুতুপালং ক্যাম্পের বাসিন্দা নুর বশর জানান, দীর্ঘদিন ধরে দুটি সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা চাঁদাবাজি, অপহরণের পাশাপাশি আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে রয়েছে। বুধবার সকাল থেকে দফায় দফায় গোলাগুলি ও সংঘর্ষ হয়, যাতে দুই শিশু গুলিবিদ্ধ হয়।

তিনি বলেন, ‘আমরা আমাদের নিরাপত্তা চাই। এখানে সব রোহিঙ্গা আতঙ্কে আছেন।’

এ বিভাগের আরো খবর