ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হওয়ার চারদিন পরে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে দেশে আসল যুবক সাহাবুল হোসেন বাবুর (২৪) মরদেহ।
হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শুন্যরেখা দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের উপস্থিতিতে মরদেহটি হস্তান্ত করা হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর এ আলম, হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন, হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া, ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর ব্রোজেন সিং, বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহবুব হোসেন, ভারতের হিলি অভিবাসন পুলিশের ওসি শিপ্রা রায়, বাংলাদেশের হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো.বদিউজ্জামানসহ উভয় দেশের বিজিবি ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বলেন, ‘গত ১৭ ফেব্রুয়ারির ঘটনায় মৃত সাহাবুল হোসেন বাবুর মরদেহ গ্রহণ করেছি। বিজিবি, বিএসএফ ও ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে বিএসএফের নিকট থেকে বাংলাদেশি যুবকের মরদেহটি নেয়া হয়। প্রক্রিয়া শেষ করে ওই যুবকের মরদেহটি আমরা তার পরিবারের কাছে হস্তান্তর করব।’
গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পথ ভুলে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যান সাহাবুল হোসেন নামের ওই যুবক। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়লে সে নিহত হয়।