তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে প্রাণ হারানো লোকজনের জন্য গায়েবানা জানাজা হয়েছে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জামে মসজিদে।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু শনিবার সকালে এ খবর জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানাজার একটি ভিডিও প্রকাশ করেছে। এতে জানাজার আগে ও পরের বেশ কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে।
ফুটেজের একাংশে দেখা যায়, সমবেত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন ইমাম। আরও কয়েকটি অংশে নামাজের দৃশ্য দেখানো হয়। মোনাজাতে ক্রন্দনরত মুসল্লিদেরও দেখানো হয় এতে।
গত ৬ ফেব্রুয়ারি শতাব্দীর অন্যতম ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে তুরস্ক ও পার্শ্ববর্তী দেশ সিরিয়ায়। এতে দুই দেশে ৪৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।
ভূমিকম্পের উৎপত্তিস্থল তুরস্কে শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৪০ হাজার ৬৪২। যুদ্ধবিধ্বস্ত প্রতিবেশী সিরিয়ায় এ সংখ্যা ৫ হাজার ৮১৪।
ভোররাতের এ ভূমিকম্পে ধসে পড়ে হাজার হাজার ভবন। এতে মুহূর্তেই ঘর হারায় লাখ লাখ মানুষ। প্রচণ্ড শীতের মধ্যে তাদের আশ্রয় নিতে হয় তাঁবুতে।
এ দুর্যোগের পর থেকেই তুরস্কে দুর্গতদের বিভিন্নভাবে সহায়তা দেয়ার চেষ্টা করে বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশ। তুরস্কে উদ্ধার তৎপরতার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত হন বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস সদস্যরা।
দুই দেশে ভূমিকম্প প্রাণ হারানো লোকজনের স্মরণে এক দিনের রাষ্ট্রীয় শোকও পালন করে বাংলাদেশ।