চট্টগ্রামের হাটহাজারীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
উপজেলার দক্ষিণ মাদার্শার চেয়ারম্যান বাড়ি এলাকায় মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শ্রমিক হলেন-দক্ষিণ পাহাড়তলী এলাকার ২৭ বছর বয়সী মো. ইয়াসিন ও একই এলাকার ২৬ বছর বয়সী মো. বাদশা।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান।
তিনি বলেন, ‘বিকেল দক্ষিণ মাদার্শার চেয়ারম্যান সরোয়ারের বাড়িতে গিয়ে সেপটিক ট্যাংক থেকে গুরুতর অবস্থায় ওই শ্রমিকদের দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভবনটি নির্মাণাধীন ছিল, মূলত সেপটিক ট্যাংক মিথেন, কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন সালফাইডের মতো বিষাক্ত গ্যাস থাকে। পাতাসহ গাছের ঢাল ঢুকিয়ে নাড়াচাড়া করলে বা এগজস্ট ফ্যানের মাধ্যমে গ্যাসটা বের করে নিলে সমস্যা হয় না। কিন্তু ঢাকনা খোলার পরপরই শ্রমিকরা নামায় বিষাক্ত গ্যাসের কারণে অসুস্থ পড়েছিলেন।’
দক্ষিণ মাদার্শার চেয়ারম্যান মো. সরোয়ার বলেন, ‘নির্মীয়মান ওই ভবনটি মূলত আমার এক দুঃসম্পর্কের আত্মীয়ের। তারা শহরে থাকে। সেপটিক ট্যাংক খোলার সঙ্গে সঙ্গে ঠিকাদার শ্রমিকদের ভেতরে নামিয়ে দেয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।’
বিষয়টি শুনলেও এখনও বিস্তারিত জানা যায়নি বলে জানান হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আলম।