গাজীপুরের শ্রীপুরে বিএনপির পদযাত্রায় প্রকাশ্যে অস্ত্র দেখানো দলটির কর্মী জাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার বরমী ইউনিয়নের গারারন গ্রাম থেকে রোববার তাকে গ্রেপ্তার করা হয় ।
গ্রেপ্তার জাহিদ (২৯) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের সাধুয়া গ্রামের সাইদুর রহমান মীরের ছোলে। সে শ্রীপুর উপজেলায় দশ বছর ধরে বাস করছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, জাহিদের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। ওইসব মামলায় তিনি জেলও খেটেছেন। তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ ফরিদ বলেন, বিএনপির মিছিল থেকে জাহিদ আগ্নেয়াস্ত্র উঁচিয়ে আওয়ামী লীগ অফিসে হামলা করেছে। বিএনপি যদি বিষয়টি অস্বীকার করে থাকে, সেটি বিশ্বাসযোগ্য না।
তবে শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আকতারুল আলম বলেন, জাহিদ আমাদের কর্মী নয়।