রাজধানীর যাত্রাবাড়ীতে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় মঙ্গলবার রাত দশটার দিকে এ ঘটনা ঘটে।
ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে আসা তার বাবা বলেন, ‘মঙ্গলবার রাত ১০টার দিকে বাসায় এসে দেখি ঘরের দরজা বন্ধ, জানালার ফাঁকা দিয়ে দেখি আমার মেয়ের গলায় ওড়না প্যাঁচানো ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় ঘরের দরজা ভেঙ্গে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত বলে জানান।’
ঢাকা মেডিক্যাল হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।