এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে বেলা ১১টা ৪৬ মিনিটে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন সরকারপ্রধান।
এর আগে প্রধানমন্ত্রীর হাতে ফল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। পরে ঢাকাসহ ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা ফল হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর কাছে ফলের অনুলিপি হস্তান্তরের পর বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও শিক্ষামন্ত্রী দীপু মনি।
পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিয়ে মাউসে ক্লিক করে ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।
ফল প্রকাশের আগে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, ২০২২ সালে ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১২ লাখ ৩ হাজার ৪০৭ পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ২২ হাজার ৭৯৬। ছাত্রীর সংখ্যা ৫ লাখ ৮০ হাজার ৬১১।
বন্যাসহ বিভিন্ন কারণে পিছিয়ে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত বছরের ৬ নভেম্বর।
গত বছর দুই হাজার ৬৪৯টি কেন্দ্র ও ৯ হাজার ১৮১টি প্রতিষ্ঠানে এইচএসসি ও সমমানের পরীক্ষা হয়। ১৩ ডিসেম্বর তত্ত্বীয় পরীক্ষা ও ২২ ডিসেম্বর ব্যবহারিক পরীক্ষা শেষ হয়।
ফল জানা যাবে যেভাবে
পরীক্ষার্থী, অভিভাবকসহ ইচ্ছুক লোকজন মোবাইল ফোনে এসএমএস বা খুদেবার্তার মাধ্যমে ফল জানতে পারবেন। এ ক্ষেত্রে শুরুতে HSC লিখে একটা স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (যেমন: Dha) লিখতে হবে। বোর্ডের নাম লেখার পর স্পেস দিয়ে রোল নম্বর লিখে আরেকটি স্পেস দিয়ে 2022 লিখতে হবে।
সে খুদেবার্তাটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি খুদেবার্তায় মিলবে ফল।
এইচএসসির পাশাপাশি সমমানের পরীক্ষার্থীদের ফলও একইভাবে জানা যাবে।
আলিমের ফলপ্রত্যাশীদের ক্ষেত্রে শুরুতে ALIM লিখে একটা স্পেস দিয়ে Mad লিখে আরেকটা স্পেস দিয়ে রোল নম্বর লিখতে হবে। তারপর স্পেস দিয়ে 2022 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি খুদেবার্তায় মিলবে ফল।
কারিগরি শিক্ষা বোর্ডের ক্ষেত্রে শুরুতে HSC লিখে একটা স্পেস দিয়ে Tec লিখতে হবে। তারপর স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2022 লিখতে হবে। এরপর ১৬২২২ নম্বরে খুদেবার্তা পাঠালে ফিরতি খুদেবার্তায় জানা যাবে ফল।
খুদেবার্তার পাশাপাশি নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটের রেজাল্ট কর্নার থেকেও ফল জানার সুযোগ রয়েছে। ওই কর্নারে প্রতিষ্ঠানের ইআইআইএন দিয়ে ডাউনলোড করা যাবে ফলের শিট।
এর বাইরে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ডাউনলোড করা যাবে রেজাল্ট শিট।