রাজধানী ঢাকায় আরও দুদিন পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। ৯ ও ১২ ফেব্রুয়ারি দলটির মহানগর উত্তর ও দক্ষিণের নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করবেন।
মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, সরকারের পদত্যাগ ও ১০ দফা দাবি আদায়ে বিএনপি ঢাকায় আবারও দু দিন পদযাত্রা কর্মসূচি পালন করবে। ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি রাজধানীর গোপিবাগ ব্রাদার্স ক্লাব মাঠ থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত পালন করবে এ কর্মসূচি।
এ ছাড়া ১২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর বিএনপি রাজধানীর শ্যামলী ক্লাব মাঠ থেকে রিংরোড, শিয়ামসজিদ, তাজমহল রোড, নূরজাহান রোড ও মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বসিলা পর্যন্ত পদযাত্রা করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপি নেতা নাজিমুদ্দিন আলাম, কামরুজ্জামান রতন ও আমিনুল হক।
এর আগে গত মাসে তিন দিন এবং চলতি মাসে এক দিন রাজধানী ঢাকায় দুপুর ২টা থেকে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ এবং বিএনপি ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এ কর্মসূচি পালন করেছে। ২৮, ৩০ ও ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি ছিল এই কর্মসূচি।