সিরাজগঞ্জে গরু চুরির সময় গৃহবধূকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় চালকসহ চোর চক্রের সদস্যদের খুঁজছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
সিরাজগঞ্জ সদর উপজেলার পঞ্চ সারটিয়াচর গ্রামে গত সোমবার রাতে গৃহবধূকে হত্যা করা হয়।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সিরাজগঞ্জ পুলিশকে সহায়তা করছে ডিএমপির ডিবি।
ডিবি মতিঝিল বিভাগের উপকমিশনার রাজিব আল মাসুদ বলেন, ‘ঘটনাটি আমাদের জুরিসডিকশনের বাইরে হলেও সিনিয়র স্যারদের নির্দেশনায় সিরাজগঞ্জ পুলিশকে আমরা সহায়তা করছি।’
গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেছেন নিহতের স্বামী আমির চাঁন। সে মামলায় একজনকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ পুলিশ। তাকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।
নিহতের ভাই রিপন সরকার বলেন, ‘রাতে কে বা কারা একটি পিকআপ ভ্যান নিয়ে আমির চাঁনের গরুর খামারে গরু চুরি করতে আসে। আমার ভাগ্নে জুবায়ের বুঝতে পেরে খামারে গেলে তাকে বেধড়ক মারধর করে চোরেরা।
‘এদিকে আমার বোন সেলিনা বেগম রাস্তায় পিকআপ ভ্যানে দুটি গরু নিয়ে পালিয়ে যেতে দেখলে বাধা দেয়ার চেষ্টা করলে পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে মারা যায়। এ সময় ভাগ্নে ও দুলাভাইয়ের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে চোররা পিকআপ ভ্যানটি রেখে পালিয়ে যায়।’
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ‘আমরা ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। আমাদের পাশাপাশি অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাও কাজ করছে।’