বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আইনজীবী বকস কল্লোল মারা গেছেন

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২ ফেব্রুয়ারি, ২০২৩ ১৩:০০

মোহাইমেন বকস কল্লোল হার্ট অ্যাটাক করে মারা যান। তার মৃত্যুতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গভীর শোক প্রকাশ করছেন।

সুপ্রিমকোর্টের আইনজীবী ও আমাদের সময় পত্রিকার প্রকাশক সৈয়দ মোহাইমেন বকস কল্লোল মারা গেছেন।

বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান।

এই আইনজীবীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান জানান, মোহাইমেন বকস কল্লোল হার্ট অ্যাটাক করে মারা যান। তার মৃত্যুতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গভীর শোক প্রকাশ করছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি যশোরে।

মোহাইমেন বকস কল্লোল আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সদস্য লাভ করেন ২০১১ সালের ২৮ ফেব্রুয়ারি।

আমাদের সময় পত্রিকা অফিস ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

এ বিভাগের আরো খবর