খুলনার ফুলতলায় হামলাকারীর গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
ফুলতলা উপজেলার জামিরা রোড সংলগ্ন আইডিয়াল স্কুলের সামনে সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
৪৫ বছর বয়সী মিলন ফকির ওই উপজেলার আলকা গ্রামের বাসিন্দা ছিলেন।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার নিউজবাংলাকে এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘নিহত মিলন ফকির আত্মসমর্পণকারী চরমপন্থী দল নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা ফারুক হোসেন মোল্লার দুঃসম্পর্কের মামা। তবে তিনি নিজে সরাসরি চরমপন্থী দলের সদস্য ছিলেন না।
‘ঘটনাস্থলে তিনি একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন। এমন সময় অজ্ঞাত দুইজন ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে একাধিক গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে জামিরা ইউনিয়নের দিকে পালিয়ে যায়।’
ওসি ইলিয়াস বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য থানা হেফাজতে নেয়া হয়েছে। কারা কী কারণে তাকে মেরেছে, তা তদন্ত ছাড়া বলা যাবে না। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে এ ঘটনায় মামলা করা হবে।’