মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ককটেল বিস্ফোরণসহ নাশকতার অভিযোগে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ ৫০ নেতা-কর্মীর মধ্যে ৪২ নেতা-কর্মীর জামিন মঞ্জুর করেছে আদালত।
দায়রা জজ আদালতে নেতা-কর্মীরা আত্মসমর্পণ করলে রোববার দুপুর ১টার দিকে ভারপ্রাপ্ত দায়রা জজ মোতাহারাত আক্তার ভূঁইয়া তাদের জামিনের আবেদন মঞ্জুর করেন।
আসামিদের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. হালিম হোসেন জানান, ৩০ নভেম্বর মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় ককটেল বিস্ফোরণসহ নাশকতার অভিযোগে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ ৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা করে। ওই মামলায় ৪ ডিসেম্বর হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন নেতা-কর্মীরা।
তিনি আরও জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রবিবার ৪২ নেতা-কর্মী দায়রা জজ আদালতে আত্মসমর্পন করেন। পরে আদালত তাদের জামিনের আবেদন মঞ্জুর করেন।
কোর্ট ইন্সপেক্টর জামাল হোসেন বিএনপি নেতা-কর্মীদের জামিন মঞ্জুরের সত্যতা নিশ্চিত করে জানান, দায়রা জজ আদালতে তারা জামিনের আবেদন করেন। এতে আদালতের বিচারক জামিন মঞ্জুর করেন।